মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের অফিসরুমে মেহেরপুর সদর সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবনগর থানা ইনচার্জ কাজী আব্দুস ছালেক, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দীন ও উপজেলা পূজা কমিটির সভাপতি শ্রী সুকুমার কর্মকার। উপস্থিত ছিলেন উপজেলার ৬টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।