মুজিবনগর প্রতিনিধি: চাষি পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা শেষে মেহেরপুর সদর সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করেন। উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার গোলাম ফারুক, কৃষি সম্পসারণ কর্মকর্তা মুসফিকা সুলতানাসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা। এ সময় ৩০ জন প্রদর্শনী ভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বারী-১৫ জাতের সরিষার বীজ ও সার বিতরণ করা হয়।