ধোনি বীরত্বে সিরিজে সমতা ভারতের

মাথাভাঙ্গা মনিটর: সময় মতো জ্বলে উঠেছে মহেন্দ্র সিং ধোনির ব্যাট। তার অনবদ্য এক ইনিংসে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। স্বাগতিকদের ২২ রানের জয়ে দারুণ অবদান রয়েছে বোলারদেরও। এ জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডেতে এখন ১-১ সমতা এসেছে। আগামী রোববার রাজকোটে হবে তৃতীয় ম্যাচ। গতকাল বুধবার ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৭ রান করে ভারত। জবাবে ৪৩ ওভার ৪ বলে ২২৫ অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য তাড়া করতে নেমে ৫২ রানে দু উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকাকে কক্ষপথে রেখেছিলেন ফাফ দু প্লেসি ও জেপি দুমিনি। তাদের ৮২ রানের জুটিতে এক সময় অতিথিদের স্কোর ছিল ২ উইকেটে ১৩৪ রান। ২৪তম ওভারের শেষ বলে অক্ষর প্যাটেল দুমিনিকে (৩৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলে দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ ভাঙেন। এরপর একে একে সর্বোচ্চ ৫১ রান করা দু প্লেসি, ডেভিড মিলার, এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইনের বিদায়ে বিপদে পড়ে অতিথিরা।

১৯ রান করে ফিরে যান দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ভরসা ডি ভিলিয়ার্স। তার আগেই ফিরেন মিলার। টানা দুই ম্যাচে প্রথম বলে শূন্য রানে আউট হলেন তিনি। ৫২ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়া দক্ষিণ আফ্রিকা তাকিয়ে ছিলো ফারহান বেহারদিনের দিকে। দলের সংগ্রহ দুশো ছুঁতেই তিনি বিদায় নিলে অতিথিদের আশা প্রায় শেষ হয়ে যায়। এরপরও চেষ্টা করেছিলেন কাগিসো রাবাদা (অপরাজিত ১৯)। কিন্তু তিন বলের মধ্যে ইমরান তাহির ও মর্নে মর্কেলকে ফিরিয়ে ভারতকে স্বস্তির এক জয় এনে দেন ভুবনেশ্বর কুমার। অক্ষর (৩/৩৯) ও ভুবনেশ্বর (৩/৪১) তিনটি করে উইকেট নেন। অভিজ্ঞ হরভজন সিং দু উইকেট নেন ৫১ রানে। টস জিতে ব্যাট করতে নেমে অজিঙ্কা রাহানের ৫১ রানের পরও ১০৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। দ্বিতীয় ওভারেই রাবাদার বলে বোল্ড হয়ে যান রোহিত শর্মা। রাহানের সাথে ৫৬ রানের জুটি গড়া অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান (২৩) ত্রয়োদশ ওভারে মর্কেলের শিকারে পরিণত হন। ১৮তম ওভারের শেষ বলে বিরাট কোহলি রান আউট হলে ক্রিজে আসেন ধোনি। এরপর একে একে রাহানে, সুরেশ রায়না (শূন্য), অক্ষরকে ফিরে যেতে দেখেন তিনি। কিন্তু ঠাণ্ডা মাথায় দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ভারতের অধিনায়ক, যার দলে থাকা নিয়েই প্রশ্নে উঠে গিয়েছিলো। সব সমালোচনার জবাব দিয়েই যেন ধোনি খেলেন ৯২ রানের অসাধারণ এক ইনিংস। তার ৮৬ বলের ইনিংসটি সাজানো ৭টি চার এ চারটি ছক্কায়। দলকে আড়াইশ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার পথে ভুবনেশ্বর (২৪) ও হরভজনের (২২) ভালো সহায়তা পান তিনি। ভুবনেশ্বরের সাথে ৪১ ও হরভজনের সাথে ৫৬ রানের জুটি গড়া ধোনি একাদশ ব্যাটসম্যান মোহিত শর্মাকে খেলতে দেন মাত্র এক বল। ৩ ওভার স্থায়ী অবিচ্ছিন্ন দশম উইকেটে ২২ রানের জুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ৪৯ রানে তিন উইকেট নিয়ে ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার। এছাড়া তাহির ও মর্কেল পান দুটি করে উইকেট।

Leave a comment