কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার বারাদী সীমান্তে বিওপির ব্যবস্থাপনায় বারাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ও শিশু পাচার, মাদকপাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে দামুড়হুদা বারাদী বিওপির কমান্ডার নায়েক সুবেদার মোসলেম উদ্দীনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।