দর্শনা দক্ষিণচাঁদপুরের জুয়োর আখড়ায় গোয়েন্দা পুলিশের হানা : ৫ জুয়াড়ি আটক ৬ জনের বিরুদ্ধে মামলা

দর্শনা অফিস: দর্শনা দক্ষিণচাঁদপুরের কালুকাটা মাঠের একটি আমবাগানে দীর্ঘদিন ধরে জুয়োর আসর বসে। জুয়ো খেলাকে কেন্দ্র করে নাসির নামের এক যুবক খুনও হয়েছে ওই বাগানে। দর্শনা হল্টস্টেশনপাড়ার বিজিবি-পুলিশের কথিত এক দালালের ইশারায় শুধু আমবাগানেই নয় দক্ষিণচাঁদপুর ইটখোলা মাঠসহ বেশ কয়েকটি পয়েন্টে বসছে জমজমাট জুয়োর আসর। এ আসরে হানা দিয়ে গোয়েন্দা পুলিশ আটক করেছে ৫ জুয়াড়িকে। ৬ জুয়াড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এবারো ধরাছোঁয়ার বাইরে থেকে গেলো এ চক্রের মূলহোতা।

চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস ও এসআই ইব্রাহিম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার বিকেলে আমবাগানে জুয়োর আসরে অভিযান চালান। এ সময় জুয়াড়িরা পালানোর চেষ্টা করলেও পুলিশ আটক করে দক্ষিণচাঁদপুরের বজলুর রহমানের ছেলে মতিয়ার (৫০), রওশন শেখের ছেলে গফফার শেখ (৪০), আনিস উদ্দিনের ছেলে শরীফুল ইসলাম (২৯), চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর বিলপাড়ার কালু শেখের ছেলে মোজাম্মেল (৪২) ও শহিদুল ইসলামের মহাসীন আলীকে (৩৮)। এ ঘটনায় এসআই আমির আব্বাস বাদী হয়ে দামুড়হুদা থানায় আটককৃত ৫ জনসহ চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের কুমারপাড়ার জাকের মণ্ডলের ছেলে রেজাউল ইসলাম রেজার (৪৮) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে দক্ষিণচাঁদপুরের কয়েকটি পয়েন্টে জুয়োর আসর বসানোর মূলহোতা পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে গেলো বলে উঠেছে অভিযোগ। এলাকাবাসী দাবি করেছে এ চক্রের হোতাকে চিহ্নিত করে গ্রেফতার করা হলে হয়তো বন্ধ হতে পারে জুয়োর আসর। এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগি ও সচেতন এলাকাবাসী।