ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেল ৪টায় সাগান্না ইউনিয়ন পরিষদমাঠে এ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুল মান্নানের সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে আব্দুল মান্নানকে সভাপতি, শরিফুল ইসলামকে সম্পাদক ও লাল্টু বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।