ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের হামলায় আহত ভ্যানচালক শাহাজান আলী ভুট্টো মারা গেছেন। তিনি দুধসর গ্রামের মৃত আক্কেল সরদারের ছেলে। গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে ফারুক হোসেন অভিযোগ করে বলেন, গত ৫ জুন রাতে সামাজিক বিরোধের জের ধরে দুধসর গ্রামের লিটন, জহির, আমিরুল, মানিক কামরুল ও ইবাদত হোসেন তার বাবার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা তার বাবা শাহাজানকে বেদম মারপিট করে। মারপিটের ফলে বাবার মাথায় গুরুতর জখম হয়। দীর্ঘ পাঁচ মাস ধরে ঝিনাইদহ, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও তিনি সুস্থ হননি। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে গত মঙ্গলবার ঝিনাইদহ সদর হাসপাতালে পুনরায় ভর্তি করা হলে ওইদিন মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাসেম খান জানান, শাহাজান আহত হওয়ার পর নিজেই বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি এখন হত্যামামলায় রূপান্তরিত করা হবে। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। গতকাল বুধবার দুপুরে শাহাজানের লাশের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।