জীবননগরে গাভিন গরু জবাই : কসাই হাশেমের জরিমানা

জীবননগর ব্যুরো: গাভিন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জীবননগরে এক কসাইকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত মাংস বিক্রেতা কসাই আবুল হাশেমকে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেন।

জানা গেছে, জীবননগর বাজারের মাংসব্যবসায়ী দৌলৎগঞ্জপাড়ার নেড়ু শাহর ছেলে আবুল হাশেম গতকাল ভোরে পৌর পশু জবাইখানায় একটি গাভিন গরু জবাই করে। জবাইকৃত গরুর গর্ভে বাচ্চা দেখে উপস্থিত লোকজন পৌরসভার স্বাস্থ্য বিভাগে খবর দেয়। মাংসব্যবসায়ী হাশেম দ্রুত মাংস বাজারে নিয়ে বিক্রির অপচেষ্টা করে। পৌর ভারপ্রাপ্ত সেনেটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মাংস বাজারে অভিযান চালিয়ে ওই গরুর মাংস জব্দ করে পৌরসভায় নেন। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও নুরুল হাফিজ। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কসাই আবুল হাশেমকে ৫ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করা থেকে বিরত থাকার জন্য মাংসব্যবসায়ীদের নির্দেশ প্রদান করেন। পৌর মেয়র নোয়াব আলীসহ কাউন্সিলর ও পৌর কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।