আলমডাঙ্গার পারকৃষ্ণপুরে শরিকানা জমি নিয়ে মারামারি

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পারকৃষ্ণপুরে শরিকানা জমি নিয়ে বড় ভাই ফজলুর রহমান তার ছোট ভাই আশাবুল হককে পিটিয়ে আহত করেছে। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত আশাবুল হককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পারকৃষ্ণপুর মসজিদপাড়ার মৃত মানিক মণ্ডলের ৪ ছেলের মধ্যে তিন ছেলের শরিকানা জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার এ নিয়ে গ্রামের পুলির মাঠে কথা কাটাকাটির এক পর্যায়ে ফজলুর রহমান, বজলুর রহমান ও তাদের ছেলেরা মিলে আশাবুল হককে পিটিয়ে আহত করে। আহত আশাবুল হককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

Leave a comment