স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমকে আহ্বায়ক, শিক্ষক রউফুন নাহার রীনা এবং সাংবাদিক মরিয়ম শেলীকে যুগ্মআহ্বায়ক করে চুয়াডাঙ্গা জেলা ‘সুফিয়া কামাল ফেলো’ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সিডিএফ কনফারেন্স রুমে সকাল ১০টায় এক আলোচনা অনুষ্ঠানে জেলা সুফিয়া কামাল ফেলোদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলা ‘সুফিয়া কামাল ফেলো’র কমিটি গঠন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের কনফারেন্স রুমে (সিডিএফ) এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিএফের সাধারণ সম্পাদক প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিডিএফ’র প্রোগ্রাম অফিসার আসমা হেনা চুমকি। সভায় ফেলোদের নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক কনফারেন্সের কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সব শেষে উপস্থিত ফেলোদের সর্বসম্মতিক্রমে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমকে আহ্বায়ক এবং চুয়াডাঙ্গা আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রউফুন নাহার রীনা ও সাংবাদিক মরিয়ম শেলীকে যুগ্মআহ্বায়ক করে জেলা সুফিয়া কামাল ফেলোর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক কর্মী মাহমুদা জামান পলি, নাবিলা ছন্দা, জাতীয় মহিলা সংস্থার সভাপতি নুরুন্নাহার কাকলী, সমাজকর্মী তানজিলা মনোয়ার, বদরুন নাহার লাভলী, রিমা খাতুন, জহুরা বেগম, শিরিন সুলতানা ডলি, ব্যবসায়ী শাহানা ইউসুফ কেয়া, সদর উপজেলা মহিলা লীগের সভানেত্রী শেফালী বেগম, নারী উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক খালেদা বেগম প্রমুখ।