মেহেরপুর হাসপাতালের সার্বিক উন্নয়ন ও সমস্যাসমূহ দূরীকরণে সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্বিক উন্নয়ন ও সমস্যাসমূহ দূরীকরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় হাসপাতাল উন্নয়ন ব্যবস্থাপন কমিটির সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেল জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. অলোক কুমার দাস, জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ড. এমএ বাশার, ডা. আবু তাহের সিদ্দিকী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, বিটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি আল আমিন হোসেন প্রমুখ।

Leave a comment