পারমাণবিক অস্ত্র বিস্তার যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় হুমকি : হিলারি
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন বলেছেন, পারমাণবিক অস্ত্রবিস্তার তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠানে গত মঙ্গলবার হিলারি একথা বলেন। সঞ্চালকদের প্রশ্নের জবাবে সাবেক এ পররাষ্ট্র মন্ত্রী বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার এবং পারমাণবিক সামগ্রী বিপথগামীদের হাতে চলে গেলে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হবে। হিলারি ক্লিনটনের বক্তব্যে রিপাবলিকান ও ডেমোক্রেট প্রশাসনের সাবেক কর্মকর্তাদের আশঙ্কারই প্রতিধ্বনি হয়েছে। তাদের আশঙ্কা ছিলো, পারমাণবিক সামগ্রী চরমপন্থী বা কট্টর শাসকদের হাতে চলে যেতে পারে। যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হলেন হিলারিসহ পাঁচজন। তাদের কাছে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করা হয়। মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’ম্যাল্লে ও রড আইল্যান্ডের সাবেক গভর্নর লিনকন চ্যাফে ইসলামী চরমপন্থার বিস্তৃতিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মনোনয়নের ক্ষেত্রে হিলারির সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স জলবায়ু পরিবর্তনকে বিরাট হুমকি হিসেবে উল্লেখ করেন। আর সাবেক সিনেটর জিম ওয়েব চীনের সাতে যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমস্যা তুলে ধরেন।
পাকিস্তানে এমপির কার্যালয়ে বোমা হামলা : ৭ জন নিহত
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের কার্যালয়ে বোমা হামলায় ৭ জন নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে অনেকেই। গতকাল বুধবার পাঞ্জাবের ডেরা গাজি খানের সংসদ সদস্য সরদার আমজাদ ফারুক খোসার রাজনৈতিক কার্যালয়ে এ বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে করে হামলাকারীরা পাকিস্তান মুসলিম লীগ নেতার রাজনৈতিক কার্যালয়ে আসে। এরপর এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দলের স্থানীয় এক নেতা বিস্ফোরণে নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। জেলা পুলিশের কর্মকর্তা খান গোলাম মোবাশির মাইকেন জানান, বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছে। তিনি বলেন, উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
চীনের সাবেক নিরাপত্তা প্রধানের সহযোগীর ২০ বছর কারাদণ্ড
মাথাভাঙ্গা মনিটর: চীনের এক সাবেক উচ্চপদস্থ প্রাদেশিক কর্মকর্তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দুর্নীতির দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছে। চলতি সপ্তাহে সাবেক নিরাপত্তা প্রধান ঝোউ ইয়োংকাংয়ের চতুর্থ সাথীকে শাস্তি দেয়া হল। চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের এক সময়ের এ ভাইস গভর্নর গুয়ো ইয়োংজিয়াং ৪ কোটি ৩০ লাখ ইউয়ান (৬৮ লাখ মার্কিন ডলার) ঘুষ গ্রহণ করেন। ইচাং ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এক সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানিয়েছে। গত মঙ্গলবার রাতে আদালত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, গুয়োর ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ ও ব্যয়কৃত অর্থ তার ও তার পরিবারের বৈধ উপার্জনকে ছাড়িয়ে গেছে। এর আগে গুয়ো চীনের অভ্যন্তরীণ নিরাপত্তার সাবেক প্রধান ও কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের কর্মকর্তা ঝৌউ ইয়োংকাংয়ের সহকারী ছিলেন। চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়েল সর্বাধিক প্রচারিত ঘুষবিরোধী প্রচারণার অংশ হিসেবে তাদের এ শাস্তি দেয়া হলো। তবে একে রাজনৈতিক শুদ্ধি অভিযান হিসেবেও দেখা হচ্ছে তেল সমৃদ্ধ সিচুয়ান হচ্ছে ঝৌউয়ের অন্যতম একটি রাজনৈতিক শক্তির ভিত্তি।
কানাডার পর্যটক খুন : যুক্তরাষ্ট্রে আটক ৩
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কানাডার নাগরিক অড্রে কারে এবং যোগগুরু স্টিভ কার্টার খুনের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়- সিয়ান মাইকেল, মরিসন হেজ ও লিলা স্কট চুরি করা আগ্নেয়াস্ত্র দিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। তাদেরকে ওরিগনে আটক করা হয়। এখন তাদের ক্যালিফোর্নিযায় আনা হবে। উল্লেখ্য, কানাডার পর্যটক অড্রে কারেকে ক্যালিফোর্নিয়ার গোল্ডেন গেট এলাকায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অড্রে কারে হত্যার দু দিন পর গোল্ডেন গেট শহরের ২০ মাইল দূরে একটি সড়কে যোগগুরু স্টিভ কার্টারের লাশ উদ্ধার করা হয়। কার্টারের চুরি হওয়া গাড়ির সূত্র ধরে সন্দেহজনক তিন খুনিকে ওরিগনের পোর্টল্যান্ডস্থ একটি ভবঘুরে আশ্রয়কেন্দ্র থেকে আটক করা হয়।