২৪ অক্টোবর পবিত্র আশুরা
স্টাফ রপোর্টার: গতকাল বুধবার সন্ধ্যায় মহররম মাসের চাঁদ দেখা গেছে। আজ বৃহস্পতিবার হবে ১৪৩৭ হিজরি সনের প্রথম দিন। সে হিসেবে আগামী ২৪ অক্টোবর ১০ মহররম শনিবার পবিত্র আশুরা পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. অহিদুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আমজাদ আলী প্রমুখ।
নরসিংদীতে দু বাসের সংঘর্ষে নিহত ৫
স্টাফ রপোর্টার: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় দু বাসের সংঘর্ষে দু নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বেলাবো উপজেলার ঢাকা-সিলেট মহসড়কের নারায়ণপুর এলাকার পাতিলধোয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে অন্যন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা চলনবিল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দু বাসের তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ যাত্রী। স্থানীয়রা আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য ভৈরব নেয়ার পথে দু নারীর মৃত্যু হয়।
শিশুকে গুলি : এমপি লিটনকে গ্রেফতারে বাধা নেই
স্টাফ রপোর্টার: শিশু শাহাদাত হোসেন সৌরভের দু পায়ে গুলির ঘটনার মামলায় গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের আত্মসমর্পণের নির্দেশনার আদেশ স্থগিত করে দিয়েছেন আদালত। এর ফলে এমপি লিটনকে গ্রেফতারে আর কোনো বাধা নেই। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এ আদেশ দেন। গত মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এমপি লিটনকে হাইকোর্টের দেয়া আত্মসমর্পণের নির্দেশনা স্থগিতে অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আবেদন উপস্থাপন করেন। পরে লিটনের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম সময়ের আবেদন করেন। এরপর আদালত শুনানির জন্য গতকাল বুধবার দিন ধার্য করেন। এর আগে সোমবার দুপুরে এমপি লিটনের করা আগাম জামিন আবেদন খারিজ ও তাকে আত্মমর্পণে হাইকোর্টের আদেশ বিষয়ে আপিল করবেন বলে জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তিনি বলেছিলেন, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে লিটনকে গ্রেফতারে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে একটা ‘কনফিউশন’ সৃষ্টি হয়েছে যে, তাকে গ্রেফতার করা যাবে কি-না। এ বিষয়ে স্পষ্ট আদেশের জন্য আমি মঙ্গলবার চেম্বার আদালতে আপিল করবো। যাতে তাকে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারে।
কামরুলকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আজ
স্টাফ রপোর্টার: শিশু রাজন হত্যা মামলার মূল আসামি কামরুল ইসলামকে আজ বৃহস্পতিবার সৌদি আরব থেকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় ইন্টারপোলের মাধ্যমে তাকে নিয়ে আনা হচ্ছে। দেশে আনার পর তাকে বিচারের মুখোমুখি করা হবে। জানা গেছে, আজ বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুলকে নিয়ে ঢাকায় ফিরবেন তিন পুলিশ কর্মকর্তা। গত ১২ অক্টোবর কামরুলকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এ এফএফ নেজাম উদ্দিন সৌদি আরব গমন করেন। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) নজরুল ইসলাম জানান, গত ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত শেষে মোট ১৩ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। ১০ জুলাই প্রধান আসামি কামরুল জেদ্দায় পালিয়ে যায়। প্রবাসী বাংলাদেশিরা সেখানে তাকে আটক করেন। পরে আইজিপির নির্দেশে আসামি কামরুলকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।