দর্শনায় ফেনসিডিলের পাওনা টাকা চাওয়ায় বিপাকে উজ্জ্বল

স্টাফ রিপোটার: দর্শনা দক্ষিণচাঁদপুরে ফেনসিডিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে সাইবুরের হাতে মার খেতে হলো উজ্জ্বলকে। সাইবুরের বিরুদ্ধে থানায় নালিশ করেছে উজ্জ্বল।

জানা গেছে, গত শনিবার দুপুরে ফিরোজ ও সাইবুর রহমান ফেনসিডিল কিনতে যায় দর্শনা হল্টস্টেশন এলাকায়। এ সময় সাইবুর মোবাইলফোনে তার মহল্লার উজ্জ্বলকে ডেকে ৩ বোতল ফেনসিডিল আনার কথা বললে উজ্জ্বল জনৈক মাদক কারবারীর কাছ থেকে ফেনসিডিল এনে সাইবুরকে দেয়। টাকা পরে দেয়ার কথা বলে সাইবুর ও ফিরোজ ঘটনাস্থল ত্যাগ করে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা হল্টস্টেশনের সাত্তারের দোকানের সামনে সাইবুরের কাছে ৩ বোতল ফেনসিডিলের পাওনা টাকা দাবি করে উজ্জ্বল। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইবুরের হাতে জখম হয় উজ্জ্বল। এ ঘটনায় উজ্জ্বল গতকাল বুধবার রাতে দামুড়হুদা থানায় সাইবুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। তবে থানার অফিসার ইনচার্জ অভিযোগের ব্যাপারে কিছু জানেন না বলে জানালেও উজ্জ্বল বলেছে, সাইবুর দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। তাকে সম্মান দেখানোর জন্যই তার কথা মতো একজন ফেনসিডিল কারবারীর কাছ থেকে বাকিতে ফেনসিডিল নিয়ে তাকে দেয়া হয়েছিলো। এদিকে অভিযুক্ত সাইবুর তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে। তবে বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত ফিরোজ, মাদককারবারী সাইবুর ও ফেনসিডিল সংগ্রহকারী উজ্জ্বলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

Leave a comment