টিপ্পনী

খবর: (হাসপাতালের ওষুধ স্টাফ নার্সের বাসায় নেয়ার পথে একদল যুবকের প্রতিরোধ)

 

হাসপাতালের ওষুধ কেন বাড়িতে যায়

মাঝে মাঝে রঙ বেরঙের গাড়িতে যায়

ঝুড়িতে যায় হাঁড়িতে যায়

বস্তা কোলা চাড়িতে যায়

সুযোগ পেলে কেউ কি বলো

এমন সুযোগ ছাড়িতে চায়?

 

হাসপাতালের জিনিস কেন চুরিয়ে যায়

খুব গোপনে ধীরে ধীরে ফুরিয়ে যায়

অনেকে তা কুড়িয়ে যায়

জানটা তাতে জুড়িয়ে যায়

এমনিভাবেই হাসপাতালের

বারো বেজে খুঁড়িয়ে যায়!

 

হাসপাতালের ওষুধ কেন ডাকাতি হয়

ধরতে হলে এদিক ওদিক তাকাতি হয়

আহাদ আলী মোল্লা

 

Leave a comment