স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ম্যাজিস্ট্রেট কর্তৃক ওষুধ কোম্পানির তিন প্রতিনিধিকে কান ধরিয়ে উঠবস ঘটনার সমঝোতা হয়েছে। ফার্মাসিটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফারিয়া যে কর্মসূচি ঘোষণা করেছিলো জেলা প্রশাসকের সাথে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে তা প্রত্যাহার করা হয়েছে। প্রসঙ্গত, গত ১২ অক্টোবর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ১৩ অক্টোবর ফারিয়া মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি গ্রহণ করে এবং তিন দিনের আল্টিমেটাম দেয়।