স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন একাডেমি চত্বরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের লালন মেলা। ১৬ অক্টোবর শুক্রবার (১ কার্তিক) বাউলসম্রাট ফকির লালন শাহের ১২৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলা, আলোচনাসভা ও লালন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে লালন একাডেমি। ১৮৯০ সালের ১ কার্তিক ফকির লালন শাহ কুষ্টিয়ার শহরতলি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউড়িয়া গ্রামে মারা যান। এখানে পরবর্তীতে লালন মেলার আয়োজন শুরু করে লালন একাডেমি। এবার ‘অনুরাগ নইলে কি সাধন হয়’ শিরোনামে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হবে। আয়োজকেরা জানিয়েছেন, ইতোমধ্যে লালনভক্তরা ছেউড়িয়ায় আসতে শুরু করেছেন। এ ছাড়া কালী নদীর পাড় ঘেঁষে প্রায় দু শতাধিক অস্থায়ী দোকান বসেছে। লালন একাডেমির সভাপতি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, আগত লালন ভক্ত-অনুসারীদের খেয়াল রাখা হচ্ছে। আশা করা যাচ্ছে, দেশ-বিদেশের পাঁচ লাখের বেশি মানুষ এখানে আসবেন। প্রতি বছর লালন মেলায় বিদেশি ভক্তরা আসেন। এবারে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, লালন মেলায় নিরাপত্তায় দু শতাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে শাদা পোশাকের গোয়েন্দা সদস্যও রয়েছে। বিদেশি নাগরিকদের বিশেষ নজরে রাখা হবে। তাদের থাকাসহ চলাচলে বিশেষ নিরাপত্তা দেবে পুলিশ।
ছেউড়িয়ায় লালন মেলা শুরু শুক্রবার
