মুজিবনগরে শহীদ ওলিউর বারী ফুটবল টুর্নামেন্টে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় জয়ী

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর মোনাখালী শহীদ ওলিউর বারী ফুটবল টুর্নামেন্টে ২য় রাউন্ডের ৫ম ম্যাচে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়েছে। গতকাল সোমবার বিকেলে মোনাখালী ফুটবল মাঠে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় ৫-০ গোলে টেংরামারী একাদশকে পরাজিত করেছে। বিজয়ী দলের ইমরান ৩টি, লাবলু ১টি ও সেন্টু ১ করে গোল করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সাজিদুর রহমান সজল, সহকারী জাকির হোসেন ও সাবান মাহাম্মদ। আজ একই মাঠে মুখোমুখি হবে নবাবপুর (নওদাপাড়া) একাদশ ও উজালপুর একাদশ।

Leave a comment