ঝিনাইদহের ডাকবাংলায় মাদক ব্যবসা জমজমাট

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের বিভিন্ন স্থানে চলছে মাদকের ব্যবসা। অথচ মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কোনো অভিযান নেই। মাদকব্যবসায়ীরা দিন দিন মাদকের ব্যবসা জমজমাট করে তুলেছে। প্রশাসন নীরব। এতে করে যুবসমাজ ধংসের দিকে এগুচ্ছে।

জানা গেছে, ডাকবাংলা বাজারের মাছের হাট, মাংসের হাট, মাগুরাপাড়া নদীর ধার, কাজলের বাগান এলাকা, নারায়ণপুর ত্রিমোহনী এলাকা, সাধুহাটি শ্মশানঘাট, বোড়াই বোর্ড অফিস এলাকা, হল বাজার এলাকা, সুইপার পট্টি, সাধুহাটি কৃষি খামার গেট, গবরাপাড়া ব্রিজের ঘাট, বদরগঞ্জ বাজার, বঙ্কিরা ও খাড়াগোদা বাজারে জমজমাট মাদক ব্যবসা ও সেবনের আড্ডা বসে। সূত্র জানায়, মাগুরাপাড়া নদীর ঘাট মাদকের নিরপাদ ঘাঁটি। এলাকাবাসী মাদকের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

Leave a comment