গাংনী প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, দেশে জনগোষ্ঠির অর্ধেক নারী। এক সময় নারীর প্রতি অবহেলার কারণে তারা দেশের সার্বিক উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নারীরাই। মেহেরপুর জেলা আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গণেও নারীরা গুরুদায়িত্ব পালনের মধ্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করার দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলা মিলনায়তনে উপজেলা ও পৌর আওয়ামী যুব মহিলা লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা যুব মহিলা লীগ নেত্রী সামিউন বাসিরা পলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। তিনি সমাবেশের উপস্থিতির বিষয়টি তুলে ধরে বলেন, বর্তমান সরকারের প্রতি আস্থার কারণেই রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে নারীদের অংশগ্রহণ বাড়ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা হাজি মহাসিন আলী, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য গাংনীর খাদিজা- আশরাফ ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলাম ভেন্ডার ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম আরা হীরা। গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মহিলা আওয়ামী নেত্রী লাইলা আরজুমান বানু শিলা, শাহিনা পারভীন পাপিয়া, মাহফুজা আক্তার, জেলা নেত্রী অ্যাড. রুত শোভা মণ্ডল প্রমুখ।
সম্মেলন শেষে গাংনী উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের সাহানা ইসলাম শান্তনাকে সভানেত্রী ও ফারহানা ইয়াসমীনকে সাধারণ সম্পাদক এবং গাংনী পৌরতে লাভলী খাতুনকে সভাপতি ও সালমা সুলতানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন অনুষ্ঠানের অতিথি ও নেতাকর্মীবৃন্দ।