সহিদুল কাউনাইনের মায়ের ইন্তেকাল : শোক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি সহিদুল কাউনাইন টিলুর মা হাজি সুফিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন)। তিনি আলমডাঙ্গা বাবুপাড়ার মরহুম আকরাম উদ্দীনের স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিলো ৯৩ বছর। তবে কখন দাফনকাজ সম্পন্ন করা হবে তা গতরাতে নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যরা বলেছেন, বার্ধক্যজনিত রোগে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন হাজি সুফিয়া খাতুন। তাকে রাজশাহীর বিডিএম হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। গতরাত ৯টার দিকে মারা যান তিনি। মৃত্যুর খবরে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কৃষক দলের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। তিনি শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, সুফিয়া খাতুন ছিলেন একজন রত্মগর্ভা মা। সমাজসেবায় তিনি অন্যন্য অবদান রেখেছেন।

এছাড়াও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্মআহ্বায়ক যুবদলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবু, যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা প্রমুখ।

 

Leave a comment