ডেঙ্গু জ্বরে মিরপুরে গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: ডেঙ্গু শুধু ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে দূরদূরান্তেও। কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন মিরপুর উপজেলা শিক্ষা অফিসারের স্ত্রী শামীমা মমতাজ। ভেড়ামারা উপজেলা শহরের কাচারিপাড়া এলাকার বাসায় বসবাসকালেই ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। তাকে নেয়া হয় ঢাকায়। ঢাকায় নেয়ার তিন দিনের মাথায় গতকাল সোমবার মারা যান শামীমা মমতাজ। গতকালই মৃতদেহ নেয়া হয় ভেড়ামারায়। মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মোহাম্মদ আবু সালেকের স্ত্রী শামীমা মমতাজ (৩৬) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

Leave a comment