ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিয়ে না করেও স্বামী-স্ত্রীর পরিচয়ে একই ঘরে বসবাস করার অভিযোগে শফিকুল ইসলাম (২৭) ও শামীমা খাতুন (২০) নামে এক জুটিকে আটক করেছে পুলিশ। গতপরশু সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামের বাবর আলীর ছেলে ও শামীমা খাতুন বদনপুর গ্রামের আব্দুল বারী মণ্ডলের মেয়ে। আটকের পর প্রশ্ন উঠেছে, একজন নারী ও একজন পুরুষ এক ঘরে থাকলেই কি অসামাজিক-অপবিত্র হয়ে যায়? তাছাড়া বিয়ের কাগজ কি সব সময় সাথে রাখার বিধান দেশে বিদ্যমান? এসব প্রশ্নের জবাব অবশ্য মেলেনি। তবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শফিকুল ইসলাম ও শামীমা খাতুন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কালীগঞ্জ শহরের বিহারী মোড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। চলাফেরায় এলাকাবাসীর সন্দেহ হয়। এ কারণেই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার সকালে এলাকাবাসীই তাদের আটক করে পুলিশে খবর দেয়।
ঝিনাইদহের কালীগঞ্জে লিভ টুগেদার করা নারী-পুরুষ পাকড়াও
