জীবননগর ব্যুরো: জীবননগরের মাংসব্যবসায়ী পল্টু কসাইকে ফেনসিডিসহ আটক করা হয়েছে। গতকাল সোমাবর সন্ধ্যায় জীবননগর থানা মোড় হতে ১২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার তাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
থানাসূত্রে জানা যায়, জীবননগর দৌলৎগঞ্জপাড়ার কালু মণ্ডলের ছেলে পল্টু জীবননগরের একজন মাংসব্যবসায়ী। মাংস ব্যবসার পাশাপাশি সে মাদকদ্রব্যের ব্যবসাও করে থাকে। গতকাল সন্ধ্যায় ১২ বোতল ফেনসিডিল নিয়ে থানা মোড় পার হওয়ার সময় জীবননগর থানার এএসআই সাজ্জাদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। জীবননগর থানার ওসি হুমায়ন কবির ফেনসিডিল নিয়ে পল্টু আটক হওয়ার খবর নিশ্চিত করেছেন।