চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ জাতীয় শ্রমিকলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাথাভাঙ্গা ডেস্ক: জাতীয় শ্রমিকলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ দেশের অধিকাংশ স্থানেই বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পালিত কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনাসভাসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

‌      জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তার নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা শহরে বর্ণাঢ্য শোভযাত্রাও বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি পালন শুরু হয়। একই সময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন হু্ইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। দলীয় পতাকা উত্তোলন করেন জাতীয় শ্রমিকলীগের চুয়াডাঙ্গার সভাপতি আফজালুল হক, বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, জাতীয় শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ব্যাংকের সিবিএ, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন, বিদ্যুত বিবাগীয় শ্রমিকলীগসহ বিএডিসি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে আলেরচানাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হু্ইপ বীর মুক্তিযোদ্ধা সোয়লায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, শ্রমিকলীগের সহসভাপতি ইসলাম উদ্দীন, পোস্ট অফিসের খুলনা সার্কেল সেক্রেটারি আব্দুস সালাম। সভাপতিত্ব করেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি আফজালুল হক।

মেহেরপুর অফিস জানিয়েছে, জাতীয় শ্রমিক লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মেহেরপুর সদর থানা শ্রমিক লীগের উদ্যোগে ওই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগ কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএডিসি মেহেরপুর সিবির সাধারণ সম্পাদক এমএ সামাদ, জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সামছুল আলম আবুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, এমএ কুদ্দুস, নজরুল ইসলাম নজু, ইকবাল কবির রঞ্জু, অনন্ত কুমার সাহ, মতিয়ার রহমান, সাইদুর রহমান সাঈদ, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, জেলা বাস্তুহারা লীগের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, সদর থানা বাস্তুহারা লীগের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক এসএম রাসেল প্রমুখ। পরে সেখানে শ্রমিক লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক।

J s lig

Leave a comment