জামজামি প্রতিনিধি: অজ্ঞান করে গরু বিক্রির টাকা হাতিয়ে পালানোর সময় অজ্ঞান পাটির সদস্য আব্বাসকে ধরে গণধোলাই দেয়া হয়েছে। আলমডাঙ্গার ঘোষবিলা পশুহাটে তাকে হাতেনাতে ধরে গণধোলাই শেষে পুলিশে দেয়া হয়।
জানা গেছে, ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার ফতেপুর গ্রামের কৃষক মঙ্গল মালিতা ও ছেলে মনিরুল মালিতা ঘোষবিলা পশুহাটে গতকাল সোমবার গরু বিক্রি করেন। বৃদ্ধ মঙ্গল মালিতাকে অজ্ঞান করে পকেট থেকে টাকা বের করার সময় হাতেনাতে আটক করা হয় মাদারীপুর জেলার রাজস গ্রামের করিম শেখের ছেলে আব্বাস শেখকে (৪৫)। আটকের সময় সে পরিচয় গোপন করে নিজেকে জামাল উদ্দীনের ছেলে কামাল বলে পরিচয় দেয়। সে জানায় তার বাড়ি ঝিনাইদহের আরাপপুর তেলোপাড়ায়। পরে তাকে থানায় নেয়া হলে প্রকৃত পরিচয় দেয়।