আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বেগুন, মুলো ও পটোলভর্তি বস্তার মধ্যে ১৩৪ বোতল ফেনসিডিল অভিনব কায়দায় ঢাকায় পাচার করাকালে জনতার হাতে ধরা পড়েছে। গতকাল রোববার জীবননগর আন্দুলবাড়িয়া থেকে জনতা পাচারকারীসহ উদ্ধারকৃত ফেনসিডিল পুলিশে হস্তান্তর করেছে।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ফজলুর রহমানের ছেলে বাবু মণ্ডল (২৭) গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে করিমনযোগে ১১ বস্তা বেগুন, মুলো ও পটোল আন্দুলবাড়িয়া বাজারের আজিম খানের ট্রান্সপোর্ট এজেন্সির লোডপয়েন্টে নিয়ে যায়। কাচাঁমালের বস্তা ট্রাকে তোলার সময় কর্মরত শ্রমিক মিজান, আলাল ও রুবেলের সন্দেহ দেখা দেয়ায় তারা বস্তা কেটে ১৩৪ বোতল ফেনসিডিলসহ করিমনচালক বাবুকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনর্চাজ হুমাযুন কবীরের নির্দেশে এসআই রঞ্জিত কুমার দাস, শাহাপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই পলাশ পারভেজ, কনস্টেবল আজিজ, শহিদুল ও মিজানুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার নিকট থেকে ১৩৪ বোতল ফেনসিডিল জব্দ দেখিয়ে করিমনচালক বাবুকে আটক করেন। উপস্থিত জনতার সামনে তদন্তকারী কর্মকর্তা এসআই রঞ্জিত কুমার দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে করিমনচালক বাবু বলেছে, জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বকুণ্ডিয়া গ্রাম থেকে সোহরাব ও আনিস নামের দু কাঁচামাল ব্যবসায়ী ৩শ টাকা ভাড়া চুক্তিতে ১১ বস্তা কাঁচামাল আজিম খানের ট্রান্সপোর্ট এজেন্সিতে পৌঁছে দিতে বলেন। কাচাঁমালের বস্তা ট্রাকে তুলতে গেলে শ্রমিকদের সন্দেহ দেখা দেয়ায় বস্তার মধ্যে থেকে ফেনসিডিল উদ্ধার করে আমাকে আটক করে।