চুয়াডাঙ্গা শহরের পরিচিতমুখ সদালাপী বিমল বিশ্বাস প্রয়াত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের পরিচিত মুখ সদালাপী বিমল বিশ্বাস প্রয়াত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতরাত সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার তালতলা শ্মশানে শেষকৃত সম্পন্ন করা হয়। পরলোক গমণকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর।

চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ সাদেক আলী মল্লিকপাড়ার স্বর্গীয় নারায়ণ বিশ্বাসের ৪ ছেলে ৩ মেয়ের মধ্যে বিমল কুমার বিশ্বাস ছিলো তৃতীয়। সকলের সাথেই হেসেখেলে সময় কাটাতে ভালোবাসতেন তিনি। চেনা অচেনা কারো সাথেই কথা বলতে যেমন দ্বিধা ছিলো না তার, তেমনই তিনি অল্প সময়েই যে কাউকেই কাছে ডেকে আপন করে নিতে পারতেন। বন্ধুমহল এ তথ্য জানিয়েছে। পরিবারের সদস্যরা বলেছে, কয়েক সপ্তা আগে অসুস্থ হয়ে পড়েন বিমল। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায়, হৃদরোগসহ নানা রোগে ভুগছেন তিনি। চিকিৎসাধীন অবস্থাতেই গতকাল রোববার মারা গেলেন তিনি। বিমল বিশ্বাস স্ত্রী, দু ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 

Leave a comment