ঝিনাইদহে ফেনসিডিলসহ আটক এক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকা থেকে ১৩ বোতল ফেনসিডিলসহ আব্দুল হালিম (২৬) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামের জাকের আলী মণ্ডলের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গার জীবননগর থেকে এক মাদকব্যবসায়ী ফেনসিডিল নিয়ে ঝিনাইদহে আসছে। এমন সংবাদে সদর থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।