স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক ও হাফিজুর রহমান হাফিজসহ যুবলীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা বলে দাবি করে তা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এ মিথ্যা মামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানোর পাশাপাশি যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানানো হয়। অপরদিকে এ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে বাড়ি বালিয়াকান্দি ফেরার পথে রেললাইন লেবেলক্রসিঙের নিকট হামলার শিকার হয়েছেন ওসমান নামের একজন। একটি মোটরসাইকেলযোগে তিন যুবক আকস্মিক রেলগেটে এসে করিমন আরোহী ওসমানের মাথায় আঘাত করে সটকে পড়ে। ছহিরুদ্দীনের ছেলে ওসমানকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরিয়ে নেয়া হয়।
চুয়াডাঙ্গা যুবলীগ আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গতকাল বৃহস্পতিবার বেলা ৫টার দিকে কেদারগঞ্জস্থ কার্যালয় থেকে শুরু হয়ে শহীদ হাসান চত্বর পার হয়ে একাডেমি মোড়ের দিকে যাওয়ার সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশি বাঁধায় পড়ে। সেখান থেকে ফিরে শহীদ হাসান চত্বরে উন্মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে জেলাবাসীর উদ্দেশে বলেন, ‘আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী যুবলীগের পতাকাতলে একজোট হওয়ার আহ্বান জানাই।’ সেই সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুর আশু রোগমুক্তি কামনা করেন জিপু।
সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান মতি, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন মিলন, গোলাম মোস্তফা লালা, অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, হাফিজুর রহমান কালু, আসলাম উদ্দীন তোতা, হযরত আলী, অ্যাড. আবু তালেব বিশ্বাস, আজিজুর রহমান বাবু, শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, আমজাদ হোসেন, জিয়া উদ্দীন বিশ্বাস, সোহেল রানা শাহীন, খায়রুল বাশার শিপলু, সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুকুল, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান সবুজ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহম্মেদ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, পৌর ছাত্রলীগের সাধারণ নাঈম পারভেজ সজল এবং পৌর ছাত্রলীগের মাফিজুর রহমান মাফি, কলেজ ছাত্রলীগ নেতা জ্যাকী, কানন, জনি, বিপ্লব, জজ, তাপু, তাওরাত, প্লাবন, আরিফ, ইমরান, জীবননগর ছাত্রলীগ নেতা ওয়াসিম, ববি, দর্শনা ছাত্রলীগ নেতা আল আমিন, পারভেজ, দামুড়হুদা ছাত্রলীগ নেতা রিংকু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার শাহীন রেজা, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, ছাত্রলীগের সাবেক সভাপতি তাফসির আহম্মেদ মল্লিক লাল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিফাত, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলম হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক ইউসুফ, যুগ্ম আহ্বায়ক ছোট, জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক ঈশা, যুগ্ম আহ্বায়ক মজিবর, পৌর যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। আলোচনাসভাটি পরিচালনা করেন কমিটির অন্যতম সদস্য অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ।