গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আলী আজগরকে সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আ.লীগের সভাপতি সাহিদুজামান খোকন। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা ফজলুল হক, পৌর আ.লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম ভেন্ডার, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সম্পাদক বিপ্লব হোসেন, সৈনিক লীগ নেতা মুতালেব, ছাত্রলীগ নেতা আশাদুল ইসলাম, রকিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মহিবুর রহমান মিন্টু।