গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার শেষ দিনে এ সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এদের মধ্যে প্রয়াত চেয়ারম্যান রামকৃষ্ণপুর ধলা গ্রামের কাবুল হোসেনের ছেলে শিহাব উদ্দীন, বিএনপি মনোনীত প্রার্থী প্রাক্তন সেনাসদস্য জিয়াদ আলী, কৃষকলীগ নেতা আতিয়ার রহমান, রাধাগোবিন্দপুর বিল ধলা গ্রামের ইকবাল হোসেন ও আরশেদ আলী এবং গাড়াবাড়িয়া গ্রামের মিজানুর রহমান। মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার সরওয়ার হোসেন।