আলমডাঙ্গার শিয়ালমারী গ্রামের মহিলাকে অনৈতিক কাজের অভিযোগ তুলে মারধর : পাল্টাপাল্টি মামলা

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারী গ্রামের মহিলাকে অনৈতিক কাজের অভিযোগ তুলে মারধর করেছে গ্রামের কতিপয় ব্যক্তি। পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে দু পক্ষ। গ্রামে চলছে চরম উত্তেজনা।

জানা গেছে, গত কয়েক দিন আগে রাত ৮টার দিকে আলমডাঙ্গার শিয়ালমারী গ্রামের এক মহিলার ঘরে একই গ্রামের আলতাফের ছেলে সেলিমকে (৪৮) আপত্তিকর অবস্থায় দেখেছে বলে এলাকায় প্রচার করে একই গ্রামের আমানত শাহের ছেলে মোজ্জাম্মেল। এ অভিযোগে গ্রামের কয়েকজন সেলিমকে মারধর করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেলে রেফার করেন চিকিৎসক। গত ২৯ সেপ্টেম্বর গ্রামে সালিসে আপস মীমাংসা করা হয়। কিন্তু সে রাতে ওই মহিলাকে গ্রামের তাইজেল, রমজান, শওকত, শাকিল, লাল মিয়া আবারো মারধর করে। তাকে সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়। এ নিয়ে দু পক্ষের মাঝে চলতে থাকে উত্তেজনা। কয়েকজনকে আসামি করে ওই মহিলা আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। অপরদিকে মোজ্জামেল বাদী হয়ে আলী হোসেন, আলেয়া, আশরাফুল, অঞ্জনা, একরামুলকে আসামি করে চুয়াডাঙ্গা আদালতে মামলা দায়ের করে। এ ব্যাপারে গ্রামবাসী জানায়, একরামুল ঘটনার দিন গ্রামে না থাকলেও তাকে আসামি করা হয়েছে। তাছাড়া তাদেরকে কেউ হাতেনাতে ধরেনি। কোনো প্রমাণও নেই। পূর্বশত্রুতার জের ধরে তাদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিয়ালমারী গ্রামে চলছে দু পক্ষের মধ্যে উত্তেজনা। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করেছে গ্রামবাসী।