মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগরের বিভিন্ন মণ্ডপে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছে।
জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার ৪টি ইউনিয়নে এবার ৬টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ এগিয়ে চলছে। গত বছর এ উপজেলায় প্রতিমা তৈরি হয়েছিলো ৮টি। বাগোয়ান ইউনিয়নে ১টি পূজামণ্ডপ, মহাজনপুর ইউনিয়নে ২টি পূজামণ্ডপ, মোনাখালী ইউনিয়নে ২টি পূজামণ্ডপ, দারিয়াপুর ইউনিয়নে ১টি পূজামণ্ডপ তৈরি করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে মুজিবনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. সুকুমার জানান, দুর্গাপূজার খরচ আগের তুলনায় আরো বেড়েছে। সেই হিসেবে সরকারি সহযোগিতা অনেক কম। যার কারণে প্রতিমা কম হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে জানতে চাওয়া হলে, মুজিবনগর থানা ইনচার্জ কাজী আব্দুস ছালেক জানান, প্রতিবছরের মতো এবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।