দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মহিলাসহ দু গাঁজা বিক্রেতার কারাদণ্ড

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মহিলাসহ দু গাঁজা বিক্রেতাকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সাবান বিশ্বাসের স্ত্রী জাহানারা বেগম (৪৫) নিজ বাড়িতে গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক নিরঞ্জন কুমার শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ক্রেতা সেজে ওই বাড়িতে যান এবং সাবান আলীর স্ত্রী জাহানারা বেগমকে একশো গ্রাম গাঁজাসহ আটক করেন। এর আগে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আরেক উপপরিদর্শক মিলন কুমার মুর্খাজি সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ১১টার দিকে একই কায়দায় দামুড়হুদার চিৎলা-গোবিন্দহুদা স্কুলপাড়ার বদর উদ্দিনের ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী শফিকুল ইসলামের (৪০) বাড়িতে অভিযান চালিয়ে দেড়শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের উভয়কেই দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই দু গাঁজা বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯ (১) এর ৭ (ক) ধারার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কেই ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।

Leave a comment