দামুড়হুদার-দর্শনা হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু শাহর বিশেষ উদ্যোগ : মহাসড়কের দু পাশে ঝোড়জঙ্গল কাটা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর ব্যক্তিগত উদ্যোগে মহাসড়কের দু পাশে ঝোঁড়জঙ্গল কেটে পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছে ওই পথে চলাচলকারী পথচারীরা।

পাশাপাশি পথচারীরা দাবি করেছেন, এ ধরনের উদ্যোগ জেলার অন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রগণ গ্রহণ করলে সাধারণ নাগরিকরা নিরাপদে সড়কে চলাচল করতে পারবে।

এদিকে, ভারত-বাংলাদেশ যাতায়াতকারী জেলার একমাত্র চেকপোস্ট দর্শনা-জয়নগর সড়কের ৫ কিলোমিটার রাস্তার দু পাশে ঝোড়জঙ্গল থাকায় ভয়ে ভয়ে চলাচল করতে হয় নাগরিকদের। ওই সড়কের ঝোড়জঙ্গল পরিষ্কারের দাবি করেছে ওই পথে চলাচলকারীরা।

হাউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু জানান, গত ৫ অক্টোবর থেকে দামুড়হুদা-দর্শনা মহাসড়কের দু পাশে লোকনাথপুর থেকে দর্শনা রেলগেট পার হয়ে ব্রিজ পর্যন্ত ঝোড়জঙ্গল কেটে পরিষ্কারের কাজ চলছে। ওই কাজ শেষ হলে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের দিকে রাস্তার দু পাশে কাজ শুরু হবে। প্রতিদিন ১৫/২০ জন শ্রমিক কাজ করছে। তিনি আরো জানান, সড়কে চলাচলকারী মানুষের সুবিধার্থে এবং চুরি-ছিনতাইরোধে এ উদ্যোগ নেয়া হয়েছে। পথচারীরা আমার এ উদ্যোগে উপকৃত হলে আমি ধন্য হবো। এ কাজ শেষ হতে আরো এক সপ্তাহ লাগবে বলে তিনি জানান।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এ উদ্যোগ স্বাগত জানিয়ে বলেছেন, নিঃসন্দেহে এটি ভালো কাজ। এতে মানুষ সন্ত্রাসীদের ভয় থেকে রক্ষা পাবে। এ ধরনের উদ্যোগ অন্য চেয়ারম্যান ও মেয়রদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

 

Leave a comment