ভ্রাম্যমাণ প্রতিনিধি: রোগাক্রান্ত ছাগল কিনে লবণ-পানি খাইয়ে পেট ফুলিয়ে বিক্রির অভিযোগ উঠেছে কার্পাসডাঙ্গার দু ছাগলব্যবসায়ীর বিরুদ্ধে।
সরেজমিনে দেখা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের ছাগলব্যবসায়ী দীনুর ছেলে পানছদ্দি ও মানকে শেখের ছেলে আলতাফ হোসেন রোগাক্রান্ত ছাগল কিনে কার্পাসডাঙ্গা বাজারে বিক্রি করে। এ ছাগলগুলোকে কাগ ও পাইপের মাধ্যমে লবণ-পানি খাওয়ানো হয়। এতে ছাগলগুলোর পেট ফুলে যায়। সাধারণ ক্রেতারা আকৃষ্ট হয়ে ছাগল কিনে প্রতারণার শিকার হন। আবার অনেকে ছাগল কিনে বাড়িতে নিয়ে যাওয়ার পর পেট ফুলে মরে যাওয়ার ঘটনা ঘটে। প্রতারণা করে ছাগল বিক্রির সাথে অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী মহল।