ঢাকা-রংপুর সড়কের গাইবান্ধায় গরু বোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত : চুয়াডাঙ্গা দোস্তের ১০ গরুব্যবসায়ী আহত

বেগমপুর প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুমার ঘর এলাকায় গরু বোঝাই ট্রাক উল্টে ট্রাকহেলপার আলমডাঙ্গার আতিয়ারের মৃত্যু হয়েছে। ট্রাকের ওপরে থাকা চুয়াডাঙ্গা সদরের দোস্ত গ্রামের ১০ গরুব্যবসায়ী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পেছন দিক থেকে আসা জে কে পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা গেছে ১২টি গরু। এরই মধ্যে ৪টি গরু লুট করে নিয়ে গেছে স্থানীয়রা। হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় বিভিন্ন হাসপাতালে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এনামুল হক জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে গরুভর্তি একটি ট্রাক (যার নং পাবনা-ট-১১-০১৬২) ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। এ সময় ট্রাকটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুমার ঘর এলাকায় পৌছুলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ওলোট-পালট খায়। ট্রাকের ওপরে থাকা গরু এবং গরুব্যবসায়ীরা সড়কের ওপর ছিটকে পড়ে যায়। পেছন দিক থেকে আসা জে কে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে অতিক্রম করতে গিয়ে পুনরায় ট্রাকটিকে ধাক্কা মারে এবং সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার চুয়াডাঙ্গার আলমডঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের আহম্মদ আলী শাহর ছেলে আতিয়ার রহমান (৪৫) মারা যান। আতিয়ারের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালমর্গে পাঠায় পুলিশ। অপরদিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের গরুব্যবসায়ী ইউসুপ মীর (৩৫), কদম মীর (৪০), জসিম মীর (২২), মোজাল শিকদার (৫০), আফিজ উদ্দীন (২৬), রাজন (২৭), ইউসুপ (২৫), সুজন (১৭) ও সেমাউলকে (২০)। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকে থাকা ৫৩টি গরুর মধ্যে ১২টি গরু ঘটনাস্থলেই মারা যায়। সুযোগ বুঝে পুলিশ আসার আগেই স্থানীয়রা ৪টি গরু লুট করে নিয়ে যায় বলে আহতরা জানান। আহতদের মধ্যে মোজালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।