আলমডাঙ্গার মাদারহুদা গ্রামে ক্যানেলের পানিতে ডুবে যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের মায়ের সাথে পানবরজে পান ভাঙতে গিয়ে বিপত্তি ঘটেছে। ক্যানেলের পানিতে পড়ে ডুবে সদ্য বিবাহিত যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের নূর ইসলামের ছেলে সদ্য বিবাহিত নাজমুল (৩০) গতকাল সকাল সাড়ে ৬টার দিকে তার মায়ের সাথে নিজ পানবরজে পান ভাঙতে যায়। গ্রামের পাশের ক্যানেলের পাশের রাস্তা দিয়ে যাবার সময় সে পড়ে যায় ক্যানেলের পানিতে। পানিতে পড়ে তার মৃত্যু হয়। তার মা পানবরজে গিয়ে পেছনে আসা ছেলেকে দেখতে না পেয়ে ফিরে এসে ক্যানেলের পানিতে পানের ঝুড়ি ভাসতে দেখে। সন্দেহ হলে পানিতে নেমে ছেলের লাশ দেখে চিৎকার দিলে গ্রামবাসী ছুটে এসে লাশ উদ্বার করে। মৃত্য নাজমুলের পরিবারের লোকজনসহ গ্রামবাসী জানিয়েছে, সে মৃর্গি রোগী ছিলো। মাঝে মাঝে সে জ্ঞান হারিয়ে পড়ে যেতো। তার সদ্য বিবাহিত স্ত্রী গর্ভবতী। গতকালই বেলা ১২টার সময় জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

 

Leave a comment