বেতন বৈষম্য নিরসনের দাবিতে মেহেরপুর সরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন ও মতবিনিময়

মেহেরপুর অফিস: বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সরকারি কলেজ চত্বরে ওই মানববন্ধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুল ইসলামের নেতৃত্বে উপাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, খেজমত আলী, প্রভাষক কাওসার আলী, সাবিনা ইয়াসমিন, রেহেনা পারভিন প্রমুখ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে কলেজ শিক্ষকবৃন্দ বেতন বৈষম্য নিরসন কল্পে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

Leave a comment