বজ্রপাত : সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী আহত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: শরতের বর্ষণের মাঝে বজ্রপাতে ৭ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানকালে স্কুল চত্বরের লম্বুগাছের মাধ্যমে বজ্র বিদ্যুত শক্তি পৃথিবীতে মিলান হয়। এ সময় ৭ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। আহতদের মধ্যে গুরুতর দু ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন। গতকাল বেলা ২টার দিকে চুয়াডাঙ্গায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গতকাল দেশের সর্বাধিক বৃষ্টি হয়েছে ফেনিতে ১২০ মিলিমিটার।

সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহার আলী মাথাভাঙ্গার এ প্রতিবেদককে জানান, বেলা দেড়টার দিকে প্রবল বর্ষণ শুরু হলে আমি ৬ষ্ঠ শ্রেণির ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের বাংলা ব্যাকরণ পাঠদান করছিলাম। এরই মধ্যে মুহুর্মুহু বজ্রপাত ঘটে। এ সময় বিদ্যালয় চত্বরে লম্বুগাছে একটি বজ্রপাত আঘাত হানলে তার আলোকরশ্মির ছিটকানিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফারজানা খাতুন (১১), রেখা খাতুন (১১), মুন্নী খাতুন (১১), শারমীন আক্তার (১১), নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা খাতুন (১৫), জিনারুল ইসলাম (১৫) ও সাইফুল ইসলাম (১৫) জ্ঞান হারিয়ে ফেলে। উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ৫ শিক্ষার্থীর জ্ঞান ফিরলেও দু ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জীবননগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

Leave a comment