জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর ও মোক্তারপুরে গ্রামে ডাকাতি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশ পরিহিত ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, সোনার গয়না ও মোবাইলসেট লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সশস্ত্র ডাকাতদল মিনাজপুরে হানা দেয়। এ সময় তারা মৃত মজিবর রহমানের তিন ছেলে আবুল কালাম ওরফে কালু, সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমান হবি এবং মৃত আক্কাছ আলীর ছেলে সানোয়ার হোসেনের বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা এসব বাড়ি থেকে নগদ ২২ হাজার টাকা, সোনার চেন ও মোবাইলসেট লুট করে। পালিয়ে যাওয়াকালে একই ডাকাতদল মোক্তারপুর গ্রামের মৃত কাওছার আলীর ছেলে ঝন্টু মিয়ার বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও সোনার গয়না লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
জীবননগর থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবির ডাকাতি সংঘটিত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে গতকাল বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।