গাংনীর কাথুলী ইউনিয়ন আ.লীগের সম্মেলন : গোলজার সভাপতি মোজাম্মেল সম্পাদক

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে গোলজার হোসেন সভাপতি ও মোজাম্মেল হক সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাথুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাথুলি ইউপি আ.লীগের সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কৃষক লীগ নেতা ফজলুল হক, আওয়ামী লীগ নেতা হাজি মহাসিন আলী, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রেজা সেন্টু ও সম্পাদক বিপ্লব হোসেন। সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সম্পাদককে পুনর্নির্বাচিত করে ৬৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি পুনর্গঠন করা হয়।

Leave a comment