কুষ্টিয়ার দৌলতপুরে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের দাফন সম্পন্ন

দৌলতপুর প্রতিনিধি: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) সাবেক চেয়ারম্যান খিজির খানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়মাঠে জানাজা শেষে তার পরিচালিত খানকায়ে শরীফ প্রাঙ্গণে দাফন সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক খাদ্যমন্ত্রী কোরবান আলী, সাবেক সংসদ সদস্য দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহম্মেদ, সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারেজ উদ্দিন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ উদ্দিন রিমন, আ. লীগ নেতা অ্যাড. সরোয়ার জাহান বাদশা, আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জাসদের সাধারণ সম্পাদক শরীফুল কবীর স্বপন প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনগণ জানাজায় অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, রাজধানীর মধ্যবাড্ডার গোদারাঘাট এলাকায় গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত তার নিজ বাসায় ঢুকে পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে খিজির খানকে গলাকেটে হত্যা করে।

ছবি: পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের জানাযার একাংশ।

 

Leave a comment