রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন দুর্ঘটনা নয় : নেটো
মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার যু্দ্ধবিমানের তুরস্কের আকাশ সীমা লঙ্ঘন নিছক দুর্ঘটনা নয় বলেই মনে করছে নেটো। নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, রাশিয়ার যুদ্ধবিমান দীর্ঘসময় ধরে তুরস্কের আকাশ সীমায় ছিলো এবং এর যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা তারা এখনো দেয়নি। ওদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, গত শনিবার খারাপ আবহাওয়া এবং বিমান চালনার ভুলের কারণে তাদের বিমান কয়েক সেকেন্ডের জন্য তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়েছিলো। দ্বিতীয়বার আকাশ সীমা লঙ্ঘনের দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়া। গত বুধবার থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। আকাশ সীমা লঙ্ঘনের জন্য তুরস্ক সরকার দু বার আঙ্কারায় অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূতকে কারণ দর্শাও নোটিশ পাঠায়। তুরস্কের দাবি, রাশিয়ার বিমান প্রথমে শনিবার তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। পরদিন আবারো তাদের আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে বলে সোমবার অভিযোগতোলে দেশটি।
স্টলটেনবার্গ রাশিয়ার এ কান্ডকে অপ্রত্যাশিত বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, নেটো বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়েছে। তিনি বলেন, নেটো বাহিনী ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সেটির ব্যবহার হয়নি। নেটো মহাসচিব আরো বলেন, রাশিয়া সিরিয়ায় শক্তিশালী সামরিক অবস্থান গড়ে তুলছে। তারা সেখানে স্থল এবং নৌ সেনাও পাঠিয়েছে। রাশিয়ার এ সামরিক সক্ষমতাবৃদ্ধি বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কোলকাতায় অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্য উৎসব
মাথাভাঙ্গা মনিটর: কোলকাতায় ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্য উৎসব। এপিজে অক্সফোর্ড বুকস্টোরের আয়োজনে এবং কোলকাতার প্রকাশনা সংস্থা পত্রভারতীর সহায়তায় অনুষ্ঠিত হবে এ সাহিত্য উৎসব। গতকাল মঙ্গলবার অক্সফোর্ড বুকস্টোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ উৎসবের সাতটি আকর্ষণীয় অধিবেশনে উপস্থিত থাকবেন দু বাংলার প্রখ্যাত কবি সাহিত্যিকেরা। থাকবেন কবি শঙ্খ ঘোষ, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, নবনীতা দেবসেন, ইমদাদুল হক মিলন, কবি সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, রাণী বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, পিনাকী ঠাকুর, প্রফুল্ল রায়, সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ। সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। চলবে রাত সাড়ে নয়টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে এ উৎসবের বিস্তারিত জানান এপিজে সুরেন্দ্র গ্রুপের পরিচালক রেনু কাক্কর।
লিবিয়া উপকূলে প্রায় ১শ শরণার্থীর মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে গত রোববার থেকে প্রায় ১শ শরণার্থীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। লিবিয়ার রেড ক্রিসেন্টের কাছ থেকে অনিশ্চিত কয়েকটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম) গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, লিবিয়া উপকূলের দুইটি জায়গায় মৃতদেহগুলো দেখা গেছে। এক জায়গায় পাওয়া গেছে ৮৫টি লাশ এবং আরেক জায়গায় ১০টি।
মোট ৫৫৭,৮৯৯ জন অভিবাসী ও শরণার্থী এ বছর ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে এবং যাত্রাপথে ২ হাজার ৯৮৭ জনের মৃত্যু হয়েছে।