বিদেশি হত্যায় জামায়াতকে সন্দেহ ভারতীয় গোয়েন্দাদের
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠন আইএসের সংশ্লিষ্টতা নাকচ করে দিয়ে বাংলাদেশে দু বিদেশি নাগরিক হত্যায় জামায়াতে ইসলামীর বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে ভারতীয় গোয়েন্দারা। গতকাল মঙ্গলবার ভারতীয় গোয়েন্দাদের বরাদ দিয়ে এ কথা বলা হয়। এতে বলা হয়, ঢাকায় ইতালীয় নাগরিক চেজারি তাভেল্লা ও রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশির হত্যায় আইএসের জড়িত থাকার কারণ খুঁজে পাচ্ছেন না গোয়েন্দারা। ভারতের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, সামনে জামায়াতের আরও কয়েকজন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝোলানো হতে পারে। এদের মধ্যে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মতিউর রহমান নিজামীর আপিল শুনানির পর্যায়ে রয়েছে। তিনি বলেন, পশ্চিমা বিশ্বের নজর কাড়তেই বিদেশিদের ওপর হামলা হয়েছে বলে মনে হচ্ছে। তাছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে আইএসের উপস্থিতি প্রমাণ করাটাও একটা উদ্দেশ্য। ওই ভারতীয় গোয়েন্দার দাবি, জামায়াত নিজেদের জঙ্গিদের দিয়ে এসব কাজ করিয়ে তার দায় আইএসের ওপর চাপানোর চেষ্টা করতে পারে। এর মধ্যে দিয়ে তাৎক্ষণিকভাবে পশ্চিমা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং হাসিনা সরকার আইনশৃঙ্খলা রক্ষায় অকার্যকর- তা প্রমাণ করার চেষ্টা হতে পারে।
এমপি লিটন পলাতক
স্টাফ রিপোর্টার: সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গত ৫ দিন থেকে সন্ধান নেই। পুলিশ তার অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি। ঘটনার পর বাসায় তালা দিয়ে স্বপরিবারের পলাতক রয়েছেন এ সরকার দলীয় এমপি। প্রধানমন্ত্রী এমপিকে গ্রেফতারের নির্দেশ দেয়ার পর পুলিশ তার হদিস পাচ্ছে না। গাইবান্ধা পুলিশ জানায়, তার সন্ধান পাওয়া গেলেই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হবে। এদিকে মঞ্জুরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ বাতিল, অবিলম্বে তাকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ ও প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে গাইবান্ধা জেলার সর্বস্তরের মানুষ। পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানিয়েছেন, তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে তাদের বিভিন্ন সোর্স কাজ করছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ সারাদেশে ছাত্র ধর্মঘট
স্টাফ রিপোর্টার: মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষাসহ ৪ দফা দাবিতে আজ বুধবার সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাবি মুধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা এ ছাত্র ধর্মঘটের ডাক দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুম্মন। তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর ফাঁস করা প্রশ্নে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা হওয়ার পর থেকে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়াসহ ৪ দফা দবিতে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছেন।
পাবনায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে আহত ২
স্টাফ রিপোর্টার: পাবনার আতাইকুলায় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দু শ্রমিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে থানার ভুলবাড়িয়া ইউনিয়নের দোবোত্তর গ্রামে গাছ কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। আহত দু শ্রমিক হলেন- সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী গ্রামের মোহাম্মদ আলী (৫৫) ও একই গ্রামের মজনু হোসেন (৪০)। গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।