টিপ্পনী

টিপ্পনী

খবর: (চুয়াডাঙ্গায় জাল টাকা ও মদসহ হকপাড়ার গ্যাদা গ্রেফতার)

 

মদ খেয়ো না মদ খেয়ো না

ভেজাল আছে তাতে

তালের বেলায় ঠিকই থাকো

মাতাল তুমি জাতে।

 

টাকা দিয়ে জিনিস কেনো

টাকাও নাকি জাল

ভেজাল ভেজাল সব কিছুতেই

ভেজাল যতো মাল।

 

কোলকে নিয়ে টান দিয়ো না

গাঁজায় আছে বিষ

গাঁজার টানে মানুষ মরে

সাবধানে টানিস!

 

আহাদ আলী মোল্লা

 

Leave a comment