স্টাফ রিপোর্টার: শ্রী গোকুল সর্দ্দারকে সভাপতি এবং শ্রী লখিন্দর সর্দ্দারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা আদিবাসী ভূইমালী হরিজন সংঘের কমিটি গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। পরে সন্ধ্যায় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
হরিজন সম্প্রদায় থেকে বাদ পড়া শহরের মুক্তিপাড়া, সিঅ্যান্ডবিপাড়া, জীবননগরসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা ভুইমালীরা প্রতিবাদী হয়ে উঠেছে। হরিজন সম্প্রদায়ের তালিকায় নিজেদের নাম ওঠানোসহ শিক্ষা, স্বাস্থ্য সুবিধাসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার দিনব্যাপি মুক্তিপাড়ায় আলোচনার মাধ্যমে ‘আদিবাসী ভূইমালী হরিজন সংঘ’ গঠিত হয়।
সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ও সধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাকক্রমে শ্রী গোকুল সর্দ্দার এবং শ্রী লখিন্দর সর্দ্দার। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শ্রী দয়াল সর্দ্দার, সাংগঠনিক সম্পাদক নিশিকান্ত সর্দ্দার, অর্থ সম্পাদক হীরা সর্দ্দার, প্রচার সম্পাদক লিটন সর্দ্দার, দফতর সম্পাদক কার্তিক সর্দ্দার, ক্রীড়া সম্পাদক সুবল সর্দ্দার, ধর্মীয় সম্পাদক শাওন রায়, মহিলা মেম্বার মালা রাণী ও বাসনা রাণী। উপদেষ্টা পরিষদে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা যুগল সর্দ্দার, শ্রী রঞ্জন সর্দ্দার এবং শ্রী গোবিন্দ সর্দ্দার।
সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্তিপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সংগঠনের সভাপতি গোকুল সর্দ্দারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পগোষ্ঠীর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবীবি জহির, আবৃত্তি পর্ষদের পরিচালক সাংবাদিক মরিয়ম শেলী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহসম্পাদক কিশোর খন্দকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী লখিন্দর সর্দ্দার। আলোচনায় অংশ নিয়ে নিজেদের বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা যুগল সর্দ্দার, শ্রী দয়াল সর্দ্দার, নিশিকান্ত সর্দ্দার, চাঁন সর্দ্দার, যুব সংঘের সভাপতি শ্রীদাম সর্দ্দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাওন রায়।