মেহেরপুরের আমঝুপিতে কৃষকের বাড়িতে ডাকাতি : ৯০ হাজার টাকা

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের আমঝুপি গ্রামে ডাকাতির ঘটনায় গৃহকর্তার বাড়ি থেকে ৯০ হাজার টাকা লুট হওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তরপাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে লিয়াকত হোসেনের বাড়িতে আনুমানিক রাত ১টার দিকে ৮/৯ জনের একটি ডাকাত দল প্রবেশ করে গৃহকর্তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতদল বাড়িতে থাকা গরু বিক্রির ৯০ হাজার টাকা লুট করে নেয়। এ সময় বাড়ির লোকজন হই চই শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাত দল বাড়ির পেছনের মাঠ দিয়ে চলে যায়। ডাকাতির ঘটনা মেহেরপুর সদর থানাকে অবহিত করলে পুলিশের ১টি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

 

Leave a comment