ভারতীয় রুপি ও ফেনসিডিলসহ আটক ২

দর্শনা অফিস: দামুড়হুদার ঠাকুরপুর, বড়বলদিয়া ও নিমতলা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে নিমতলা ও ঠাকুর বিজিবি সদস্যরা ভারতীয় রুপি ও ফেনসিডিলসহ ২ জনকে আটক করতে পারলেও বড়বলদিয়া বিজিবি সদস্যরা আটক করতে পারেনি কাউকে। গত রোববার রাত ২টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের জয়নগর গোরস্তান মাঠে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওই মাঠে ধাওয়া করে আটক করা হয় জয়নগরের খলিল মোল্লার ছেলে শামসুলকে (৩৫)। পালিয়ে গেছে পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরের হারানের ছেলে আজাদ (৩৮) ও জয়নগরের ইউনুসের ছেলে পুটে বাবু (২৬)। বিজিবি সদস্যরা আটককৃত শামসুলের কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় হাবিলদার শওকত আলী বাদী হয়ে আটককৃত শামসুলসহ পালাতক আসামি পুটে বাবু ও আজাদের বিরুদ্ধে গতকাল সোমবার দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে গতকাল সোমবার সকাল ৭টার দিকে দামুড়হুদার ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের সুবেদার ইয়াকুব আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ঠাকুরপুর ঈদগা মাঠে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওই মাঠ থেকে আটক করা হয়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের চাকুলিয়া গ্রামের আক্কাস আলী বিশ্বাসের ছেলে শহিদুল ইসলামকে (৩৬)। আটককৃত শহিদুলের কাছ থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ভারতীয় ৫০ হাজার রুপি ও একটি বাইসাইকেল। এ ঘটনায় সুবেদার ইয়াকুব আলী বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় শহিদুলের বিরুদ্ধে দায়ের করেছেন মামলা। এছাড়া গতকাল সোমবার ভোর ৫টার দিকে দামুড়হুদার বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মির্জা ওয়াজেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নেরে হৈবতপুর মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন ১০৮ বোতল ফেনসিডিল।